আসসালামুয়ালাইকুম, Techpagla-র পক্ষথেকে আপনাদের সবাইকে স্স্াগত জানাচ্ছি। আশা করি, সবাই ভাল আছেন। আজকে আমরা দেখবো লিংডইনকে কাজে লাগিয়ে কিভাবে ইনকাম করা যায়। আমাদের টিউটোরিয়াল নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে, টুইটারে, লিংকডইনে।
আর কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে আসা যাকঃ
লিংকডেইন হচ্ছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম । লিংকডইনের মার্কেটিংকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন মাধ্যমে আয় করতে পারেন।সেটা বিভিন্ন ভাবে হতে পারে। চলুন দেখে নেই এই টোটাল বিষয় টাকে কভার করতে চাইলে কি কি বিষয় থাকা প্রয়োজন ..
- Linkedin Account
- Good skills in English
- Good skills on Linkedin
- Have a portfolio site
- Have an account on Workplaces
Or, CPA / Affliate Marketplace
আপনি যদি আসলেই লিংকডইনকে কাজে লাগিয়ে আয় করতে চান তাহলে এই বিষয়গুলোর উপর দক্ষ থাকতে হবে।
এখন আমরা দেখবো কোথায় কোথায় থেকে কাজ পেতে পারি যেমন fiver.com এটা একটা ওয়ার্ডপ্রেস । এখানে লিংকডেইন নিয়ে অনেক অনেক কাজ আছে। এখানে আপনি গিটস তৈরি করবেন । এখানে অনেক বায়োরা আছে তারা আপনার গিটস টা দেখবে এবং ভালো লাগলে অর্ডার করবে। এখানে লিংকডেইন নিয়ে অনেক অনেক কাজ আছে আপনি লিংকডেইনের যে কাজগুলো পারবেন সে সে কাজগুলোর উপর গ্রিড তৈরি করবেন । এখান থেকে আপনি এভাবে কাজ পেতে পারেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর fiverr থেকে কাজ পাওয়ার একটা নমুনা। তাছাড়াও আপনি cpa market place থেকে cpa marketing করে আয় করতে পারেন। বিভিন্ন cpa offer প্রোমট করতে পারেন। এখানে আপনি আপনার পছন্দমতো ক্যাটাগরি সিলেক্ট করে সার্চ দিলে অনেক অফার আসবে, এখানে আপনাকে পছন্দমতো অফার সিলেক্ট করে এর নেটওয়ার্কে গিয়ে সি.পি.এ মার্কেটপ্লেসে রেজিস্টেশন করে নিতে হবে। তারপর আপনি আপনার কাজ শুরু করে দিতে পারেন। সেই অফারটা নিয়েও আপনি আপনার লিংকডেইন প্রোফাইলেও মার্কেটিং করতে পারেন। এই টপিকের উপর আমাদের আরও টিউটোরিয়াল থাকবে । আপনারা অবশ্যই দেখবেন এবং কোন প্রশ্ন থাকলে আমাদের গ্রপে জানাবেন।
আজকে এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।
আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে বিস্তারিত দেয়া হলঃ
ওয়েবসাইটঃ TechPagla.com
ফেসবুক পেইজঃ fb.com/TechPaglaa
ফেসবুক গ্রুপঃ fb.com/groups/TechPagla
টুইটার একাউন্টঃ twitter.com/TechPagla
লিংকডইন কোম্পানি পেইজঃ linkedin.com/company/techpagla
পিনটারেস্ট একাউন্টঃ pinterest.com/TechPagla